প্রতিটি সভ্য সমাজের কিছু নিয়ম-নীতি থাকে। সামষ্টিক পরিবেশে নিয়ম না থাকলে বিশৃঙ্খলা সৃষ্টি হয়।
আমাদের এই “মনফড়িং” গ্রুপ একটি সমাজের মত। এখানে সমাজের সর্বস্তরের, সব রকমের, সকল মতের, আদর্শ ও বিশ্বাসের লোক আছে। তাই, সকলের সুষ্ঠু অংশ গ্রহণে গ্রুপের সামষ্টিক পরিবেশের সজীবতা ও সৌহার্দ্র বজায় রাখতে কিছু নিয়ম ঘোষণা করা হয়েছে।
গ্রুপটা একটা পরিবারের মতো, তাই সবাই অন্য সকল সদস্যের প্রতি সম্মান বজায় রাখুন।
∆কোনো অশ্লীল বা নোংরা পোষ্ট বা মন্তব্য, বাজে কথা এবং গালাগালি করা সম্পূর্ণ নিষিদ্ধ;
∆ নারী সদস্যাদের সম্মান দিবেন।
∆ বাজে কথা, গালাগালি এবং যেকোনো আক্রমণাত্মক আচরণকারীকে ব্যান করা হবে।
গ্রুপের নিয়ম যদি কোনো সদস্য অমান্য করে তবে তাকে গ্রুপ থেকে বহিস্কার করা হবে।
আপনারদের সর্বাত্মক সহযোগিতা কামনা করছি।